নজিরবিহীন ঘটনা! পাঞ্জাবে জিও-র ১৫০০ টাওয়ার অকেজো করে দিল কৃষি আইন বিরোধী আন্দোলনরত কৃষকরা

আমাদের ভারত, ২৯ ডিসেম্বর: এর আগে বিক্ষিপ্তভাবে আম্বানি গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল কৃষকদের তরফে। কিন্তু সোমবার পাঞ্জাবে যা ঘটল তা এককথায় নজিরবিহীন। পাঞ্জাব জুড়ে ১৫০০-র বেশি জিওর মোবাইল টাওয়ার অকেজো করে দিয়েছেন নয়াকৃষি আইন বিরোধী আন্দোলনকারী কৃষকরা। তবে এই ঘটনায় আন্দোলনরত কৃষকদের কড়া বার্তা দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এই নৈরাজ্য কোন ভাবেই চলতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

কোথাও কাটা হয়েছে টাওয়ারের সংযোগ, কোথাও বিকল করে দেওয়া হয়েছে জেনারেটর। জলন্ধর সহ পাঞ্জাবের বহু জায়গায় জিওর মোবাইল ও ইন্টারনেট পরিষেবা স্তব্ধ হয়ে গেছে । এর আগে শনি- রবিবার পাঞ্জাবের জিওর বিভিন্ন স্টোরের সামনে কৃষক বিক্ষোভ দেখা গিয়েছিল। কোথাও কোথাও জিওস্টোরের কর্মীদের উদ্দেশ্যে হুমকিও দেওয়ার ভিডিও ভাইরাল হয়। কোথাও কোথাও জিওর ফাইবার রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সোমবারের এই ঘটনা সবকিছুকে ছাপিয়ে গেছে।

কিন্তু কেন রিলায়েন্স জিও কে এইভাবে টার্গেট করছেন কৃষকরা। তাদের অভিযোগ, মুকেশ আম্বানির মুনাফার কথা চিন্তা করেই এই নতুন কৃষি আইন করা হয়েছে। আর সেই জন্যই তাদের এই রাগ।

তবে এই ঘটনায় কংগ্রেস শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন এভাবে জরুরী পরিষেবা আঘাত যদি আসে তালে কড়া ব্যবস্থা নেবে তার প্রশাসন। শান্তিপূর্ণ আন্দোলন চলতেই পারে কিন্তু নৈরাজ্যকে সরকার কখনোই প্রশ্রয় দেবে না। কৃষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, এখন ছাত্র-ছাত্রীদের পড়াশুনার অন্যতম মাধ্যম ইন্টারনেট। এটাই তাদের পঠন-পাঠনের জায়গা। ফলে সেখানে প্রভাব পড়েছে। তাই আন্দোলনের নামে নৈরাজ্য চলতে পারে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here