
আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ মার্চ:
এলাকার হাজার হাজার মানুষের সুবিধার্থে উত্তর দিনাজপুরে শিলান্যাস করা হল সুদা ব্রিজের। রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে বিজেপি, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করল কয়েকশো নেতা, কর্মী ও সমর্থক। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের পোখরিয়া গ্রামপঞ্চায়েতের দেওনা এলাকায় সেতু শিলান্যাস অনুষ্ঠানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি।
গোয়ালপোখর ব্লকের দেওনা এলাকায় সুদা ব্রিজ নির্মাণের জন্য ৩ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বুধবার এই সেতু নির্মাণ কাজের শিলান্যাস করলেন মন্ত্রী গোলাম রব্বানি। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর সর্বত্র রাজ্যজুড়ে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। রাজ্য সরকারের এই উন্নয়নের জোয়ারে কোনঠাসা বিরোধী শিবির। শাসক দলের এই উন্নয়ন কর্মযজ্ঞেই শামিল হতে সারা রাজ্যজুড়ে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেসের নেতা কর্মী থেকে সাধারণ সমর্থক। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর, চাকুলিয়া ও ইসলামপুর বিধানসভা এলাকা থেকে বিরোধী শিবির থেকে দলে দলে নেতা থেকে কর্মী যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে।
গোয়ালপোখর ব্লকের পোখোরিয়া গ্রামপঞ্চায়েতের দেওনা এলাকায় বুধবার ছিল একটি সেতু শিলান্যাস অনুষ্ঠান। সেই শিলান্যাস অনুষ্ঠানে এলাকার বিধায়ক তথা রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নিলেন কয়েকশো বিজেপি, ফরোয়ার্ড ব্লক ও কংগ্রেসের নেতা কর্মীরা। মন্ত্রী গোলাম রব্বানি জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলায় ৯টি বিধানসভার মধ্যে ৫ টিই তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। বাকি বিধানসভা গুলো থেকেও দলে দলে বিরোধী শিবিরের নেতা কর্মীরা যোগদান করছেন। আজ গোয়ালপোখর বিধানসভা এলাকায় মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী দেওনা এলাকায় একটি সেতুর শিলান্যাস করা হল। এরফলে ইসলামপুর মহকুমার হাজার হাজার মানুষের সদরে যাওয়া আসার পথ অনেকটাই সহজতর হয়ে উঠবে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে বিরোধী রাজনৈতিক শিবির থেকে বহু নেতা কর্মী ও সমর্থক শামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসে।