সৌজন্য ফুটবল ম্যাচে সাংবাদিক একাদশকে হারিয়ে ৩-১ গোলে জয়ী কমিশনারেট একাদশ

আমাদের ভারত, হুগলী, ১৬ নভেম্বর: কর্মসূত্রে দু’পক্ষ প্রতিক্ষেত্রে মুখোমুখি হন রোজদিন। অথচ সেভাবে সৌজন্য বিনিময় হয় না কখনও। আর সেই সৌজন্যে বিনিময়ের লক্ষেই ফুটবল ম্যাচ। মুখোমুখি সাংবাদিক একাদশ বনাম কমিশনারেট একাদশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনের মাঠে এদিনের এই ম্যাচে মাঠে নেমেছিলেন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, অতিরিক্ত কমিশনার সহ প্রায় সব থানার
আইসি’রা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সমানে টক্কর নিলেও পরাস্ত হন শারীরিক দিক থেকে ফিট পুলিশের কাছে। ৩-১ গোলে জয়লাভ করে কমিশনারেট একাদশ।

ম্যাচ শেষে পুলিশ কমিশনার হুমায়ুন কবীর বলেন, বয়স হলেও পুলিশ এবং সাংবাদিকদের সকলেই মাঠে যেভাবে লড়াকু মনোভাব দেখিয়েছেন তাতে আগামীমাসে শীতের মরসুমে ক্রিকেট ম্যাচ না খেললে এই সৌজন্য সম্পূর্ণ হবে না। তাই সবাই প্রস্তুত হোন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here