প্রয়াত সাংবাদিক অশোকতরু চক্রবর্তী

আমাদের ভারত, ৩০ জানুয়ারি: প্রয়াত হলেন সাংবাদিক অশোকতরু চক্রবর্তী। গত রাতে 
হৃদরোগে আক্রান্ত হয়ে বেলঘরিয়ার বাড়িতে 
প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৭ বছর।  

তিন দশকের বেশি সময় সংবাদদাতা হিসাবে তিনি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সঙ্গে
যুক্ত ছিলেন। অধুনালুপ্ত ভারত কথা কাগজে তাঁর 
সাংবাদিকতা জীবনের শুরু। এছাড়া বহু পত্রপত্রিকায় লেখালেখির সুবাদে তিনি বিশিষ্ট মহলেসুপরিচিত ছিলেন।কবি, সুলেখক, চলচ্চিত্রকার হিসাবেও অশোকতরু 
ছিলেন সম্মানের অধিকারী। ২০১৩ সালে তাঁর নির্মিত  তথ্যচিত্র বিএফজেএ পুরস্কার পায়। প্রেস ক্লাব নিয়েও  তিনি ‘সময়ের সরণীতে’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। তিনি প্রায় দশটি তথ্যচিত্র  পরিচালনা করেন। তার মধ্যে সামাজিক বিষয়ের  বিভিন্ন তথ্যচিত্র উল্লেখযোগ্য।  

বিভিন্ন সময়ে তিনি প্রেস ক্লাব, কলকাতার সহ-সভাপতি এবং কার্যকরী সমিতির সদস্য ছিলেন। তাঁর  আকস্মিক প্রয়াণে প্রেস ক্লাব কলকাতা 
গভীর ভাবে শোকাহত। ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক প্রয়াত ক্লাব-সদস্য অশোকতরু চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, ওঁনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান আন্তরিক সমবেদনা।    

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here