রাস্তার কাজের টেন্ডার নিয়ে ধুন্ধুমার, ছবি সংগ্রহ করতে গিয়ে পান্ডুয়ার ইটাচুনা খন্নান গ্রাম পঞ্চায়েতের সদস্যদের হাতে নিগৃহীত সাংবাদিক

আমাদের ভারত, হুগলী, ১৭ ফেব্রুয়ারি: রাস্তার কাজের টেন্ডার নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি পান্ডুয়া ব্লকের ইটাচুনা খন্নান গ্রাম পঞ্চায়েতে। ইটাচুনা খন্নান এলাকার বেশকিছু রাস্তা তৈরির জন্য নতুন ই টেন্ডার করা হয়। যেখানে মোট টেন্ডারের ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, পঞ্চায়েতের বেশকিছু পরিচিত ছাড়া আর কোনও কন্ট্রাকটর এই টেন্ডারের মধ্যে অংশগ্রহণ করতে পারেনি।

আজ বিকেল তিনটের সময় কেন অন্যরা ই টেন্ডার করতে পারছে না সেটা জানতে এলে পঞ্চায়েত তাদের কিছু বলতে চায়নি। ফলে কন্ট্রাকটর ও পঞ্চায়েতের প্রধান সহ ৪জন সদস্যের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এই ছবি সংগ্রহ করতে গেলে পঞ্চায়েতের ৪ সদস্য দুজন সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে তাদের গায়ে হাত দেয় বলে অভিযোগ। তাদের হেনস্থাও করা হয়। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ আসে। কন্টাকটারদের পক্ষ থেকে পান্ডুয়া থানা ও বিডিও অফিসে লিখিত অভিযোগ করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here