করোনার জন্য মুখ্যমন্ত্রীর তহবিলে দান করলেন সাংবাদিকরাও

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ মার্চ :
করোনার সংক্রমণ রোধের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য চাই প্রচুর অর্থের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তহবিলে অর্থ দান করার জন্য আবেদন জানিয়েছিলেন। এরই মধ্যে বহু সংস্থা, ব্যক্তি ও ক্লাব এগিয়ে এসেছেন।

এই তহবিলে পূর্ব মেদিনীপুর থেকে প্রথম দান করলেন চন্ডিপুরের ঝড়ের খেয়া ক্লাব। সম্প্রতি তারা জেলা শাসকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন এই তহবিল দেওয়ার জন্য। তমলুকের বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ ৫০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দান করেছেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট মারফত। জেলাশাসক পার্থ ঘোষ বিভিন্ন সংস্থা, ক্লাব ও ব্যক্তিকেও এগিয়ে আসতে বলেছেন নিজে নিজের সাধ্য মত দান করার জন্য।

এই ব্যাপারে পিছিয়ে নেই সাংবাদিকরাও। মহিষাদল প্রেসক্লাবের সাংবাদিকরা জেলা শাসকের হাতে একটি চেক তুলে দিয়েছেন এই তহবিলের জন্য। পূর্ব মেদিনীপুরের প্রতিদিনের দুই সাংবাদিক তাদের বেতন থেকে দু দিনের বেতন দিয়েছেন মুখ্যমন্ত্রী তহবিলে।
মেচেদার শান্তি সংঘ এবং প্রতিবিম্ব পত্রিকার তরফ থেকে সাংবাদিক জাহাঙ্গীর বাদশা আজ একটি চেক তুলে দিয়েছেন এই তহবিলে দেওয়ার জন্য। এছাড়াও বহু ব্যক্তি ও সংস্থা এগিয়ে এসেছেন এই তহবিলে টাকা দেওয়ার জন্য।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here