
আমাদের ভারত, বনগাঁ, ১৫ নভেম্বর: বাঘ দেখতে সুন্দর। বাঘ জখন মানুষ খেগো হয় তাকে মেরে ফেলতে হয়। তেমনি পৃথিবীর শ্রেষ্ঠ হল মানুষ, সেই মানুষ যখন পয়সা খেগো হয়ে যায়, তখন তাকে সরিয়ে দিতে হয়। ঠিক তেমনই এই রাজ্যের তৃণমূলের নেতা নেত্রী টাকা ছাড়া কিছু বোঝে না। তাই অতি শীঘ্র তাদের সরিয়ে বিজেপিকে এই রাজ্যে আনতে হবে। বিজেপি এই রাজ্যে আসলে শততার সঙ্গে পরিষেবা পাবেন। কথায় কথায় রক্ত ঝড়বে না। এমনই বার্তা দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগণার বনগাঁর ছয়ঘড়িয়া এলাকায় একটি জনসভায় এসে বলেন এই রাজ্যেও এনআরসি হবে। ইতিমধ্যে অনুপ্রবেশকারীরা ভারত ছেড়ে বাংলাদেশে পাড়ি দিতে শুরু করেছে। এদিন এই অনুষ্ঠানে ওই এলাকায় একটি কেন্দ্রীয় কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনের দ্বারোদ্ঘাটন করেন জয় বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর বিধায়ক বিশ্বজিত দাস, জেলের সহ সভাপতি সহ বিভিন্ন নেতা কর্মীরা।