জ্যোতির্ময়ীকে পদ্মফুল উপহার দিলীপের, প্রাক্তন সিপিএম সাংসদের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে

আমাদের ভারত, ৭ জুন : ২১-এর নির্বাচনের আগে তৃণমূলের উপর একের পর এক আঘাত হানছে বিজেপি। দলের তাবড় তাবড় নেতা বিধায়ক আজ বিজেপিতে। তবে শুধু তৃনমূলে নয় বিজেপি আঘাত সিপিআইএমেও। ইতিমধ্যেই সিপিএম থেকে আসা মাফুজা খাতুনকে দলের বড় জায়গা দিয়েছে বিজেপি। এবার বাংলার সোনার মেয়ে তথা সিপিএমের প্রাক্তন সাংসদ জোতির্ময়ী শিকদারকেও সম্ভবত বরণ করে ঘরে তুলতে চলেছে পদ্মশিবির।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সোনাজয়ী অ্যাথলেট জ্যোতির্ময়ী শিকদারের আমন্ত্রণে তার বাড়িতে যান চা-পানের নিমন্ত্রণ রক্ষা করতে। দিলীপ জ্যোতির্ময়ীর হাতে পদ্ম ফুল উপহার হিসেবে তুলে দেন। সেই ছবি প্রকাশ পেতেই জল্পনা তুঙ্গে ওঠে। তাহলে কি সিপিএমের প্রাক্তন সাংসদ তথা বাংলার সোনার মেয়ে কি এবার পদ্মশিবির? যদিও জ্যোতির্ময়ী গত লোকসভা নির্বাচনে ট্রাক পরিবর্তন করে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

এরপর রবিবার বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও সাংবাদিকদের জানান সিপিএমের এই প্রাক্তন সাংসদ তথা বাংলার সোনার মেয়ে জোতির্ময়ী শিকদার বিজেপিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। আর এই দুটি বিষয়কে এক করে রাজনৈতিক মহলের ধারণা জোতির্ময়ী শিকদারের বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা।

জাকার্তা এশিয়াডে জোড়া সোনাজয়ী অ্যাথলেট তথা বাংলার সোনার মেয়ে সিপিএমের প্রাক্তন সাংসদ জ্যোতির্ময় শিকদার। অবসর নেওয়ার পর আচমকাই রাজনীতিতে পদার্পণ করেছিলেন জ্যোতির্ময়ী। কৃষ্ণনগরে সিপিএমের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে পরের বারে নির্বাচনে তিনি হেরে যান। আর তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার। এরপর ২০১৯- এ তিনি তৃণমূলের যোগদান করেন।
কিন্তু শনিবার সল্টলেকে তার বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি যাওয়ার পর এই প্রাক্তন সাংসদের বিজেপিতে যোগদান করার জল্পনা তুঙ্গে উঠেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here