
আমাদের ভারত, ৩ মার্চ: সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন ভারতীয় জনতা দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।
জগৎবাবু শুক্রবার টুইটারে লিখেছেন, “শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। জুলু বাবু কৃষ্ণনগরের মানুষের একজন প্রকৃত অভিভাবক ছিলেন এবং স্থানীয়দের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। দেশ ও দলের জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।”
প্রসঙ্গত, পেশায় আইনজীবী ছিলেন সত্যব্রতবাবু। আইনজীবী হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন। ২০০৮ সালে ওই পদে বসেছিলেন। ২০০৯ সালে তাঁকে সরিয়ে বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন রাহুল সিংহ। অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ২০০০ থেকে ২০০২ সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। ২০০২ সাল থেকে ২০০৩ সালের অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।