আমাদের ভারত, কাটোয়া, ৪ জানুয়ারি: নতুন বছরে ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যে এসেই তিনি জনসভা করবেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে। সোমবার সাংবাদিকদের একথা জানালেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
জানাগেছে, ৯ জানুয়ারি বোলপুরে জেপি নাড্ডার সভা করার কথা ছিল। সেই সভা বাতিল করা হয়েছে। পরিবর্তে কাটোয়ার পূর্বস্থলীতে প্রকাশ্য জনসভা করবেন তিনি। সেখানে মন্দিরে পুজো দেওয়ার পরে এক কর্মীর বাড়িতে দুপুরের আহার সারবেন। পরে জনসভায় বক্তব্য রাখবেন।
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ওই দিনের জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায় প্রমুখ।