নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ ডিসেম্বর:
অনুব্রত মণ্ডলের দুর্গে এবার হানা দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী ৯ জানুয়ারি ফের রাজ্যে আসছেন তিনি। লাল মাটির দেশ বীরভূমে দলের জমি শক্ত করতে বোলপুরে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
লোকসভা ভোটের পর থেকেই বীরভূম জেলাকে গুরুত্ব দিচ্ছে রাজ্য বিজেপি। বিগত লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বঙ্গ বিজেপি। সেই জন্য আগামী বিধানসভা নির্বাচনের প্রথম থেকেই বঙ্গ বিজেপি অনুব্রত মণ্ডলের জেলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। বছরের শেষে অনুব্রত মণ্ডলের জেলাতে রোড শো করে গেলেন অমিত শাহ। এবার নতুন বছরের শুরুতেই অনুব্রতর গড়ে আসছেন জেপি নাড্ডা। দুদিনের রাজ্য সফরের মধ্যে গোটা একটা দিনই বীরভূম জেলার নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।