
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৫ জুন: বিদ্যুতের দাম কমানোর দাবিতে ফের আন্দোলনে নামছে রাজ্য যুবমোর্চা। যুবমোর্চার রাজ্যসভাপতি সৌমিত্র খাঁ শুক্রবার এইকথা জানান। দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে এইকথা জানান তিনি।
বিষ্ণুপুরের সাংসদ বলেন, চলতি মাসেই বিদ্যুতের মাশুল কমাবার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখেই যুবমোর্চার কর্মীরা রাজ্যজুড়ে আন্দোলনে নামবে। রাজ্যের জাতীয় সড়কের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখেই যুবমোর্চার কর্মীরা পোষ্টার, ব্যানার নিয়ে বিদ্যুতের দাম কমানোর জন্য স্লোগান তুলবেন। তাদের দাবি, কলকাতায় গ্লোবাল টেন্ডারিংয়ের মাধ্যমে একাধিক কোম্পানীকে বিদ্যুতের ব্যাবসা করতে দিতে হবে রাজ্য সরকারকে। কোনও একটা সংস্থাকে একা কলকাতায় একচেটিয়া ব্যাবসা করতে দেওয়া যাবে না বলেও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে সরব হবে যুবমোর্চার কর্মীরা।
এদিন বাঁকুড়া জেলা তৃণমূলের ঘর ভাঙেন বিষ্ণুপুরের সাংসদ। বাঁকুড়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক স্বরূপ ঘোষকে বিজেপিতে যোগদান করান সৌমিত্র খাঁ। দলের সদর দফতরে তার হাতে বিজেপির পতাকা তুলেদেন তিনি। পাশাপাশি আগামীদিনে যুবমোর্চার অান্দোলনের কয়েকটি ইস্যু নিয়ে রাজ্য যুবমোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করেন সৌমিত্র খাঁ। বৈঠকে উপস্থিত ছিলেন যুবমোর্চার প্রাক্তন সভাপতি দেবজিৎ সরকার ও সাধারণ সম্পাদক তাপস ঘোষ।