জাস্টিস ফর আশা সাউ: হিন্দু জাগরণ মঞ্চের বিশাল প্রতিবাদ যাত্রা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ ফেব্রুয়ারি: সোমবার ভাটপাড়া থানা এলাকার বেল্লে-শঙ্করপুরে একটি নির্জন মাঠের ধারে এক মহিলার দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। ভাটপাড়া থানার পুলিশ দেহটি উদ্ধার করলেও স্থানীয় বাসিন্দারা ওই মহিলার পরিচয় জানাতে পারেননি। এরপরই তদন্তে নামে পুলিশ। সোমবার রাতেই মহিলার পরিচয় জানা যায়। মৃতার নাম আশা সাউ (২৫), বাড়ি ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগরে। মূল অভিযুক্ত মহ: সামসাদ খান এখনও পলাতক।এমনকি আশার বাড়িতেও যাতায়াত ছিল সামসাদ এর, তবে প্রায় এক সপ্তাহ ধরেই আশাকে এলাকায় দেখা যাচ্ছিল না বলেই দাবি করেছেন প্রতিবেশীরা।

এই খুনের ঘটনা মেনে নিতে পারছেন না প্রেমচাঁদ নগরের বাসিন্দারা। তাঁরা চায় প্রকৃত দোষীর কঠিন শাস্তি হোক। আজ বিকাল সাড়ে ছ়টায় নিহত আশা সাউ এর প্রতিবেশী এবং স্থানীয় জনসাধারণকে নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের জেলা এবং নগর নেতৃত্ব ভাটপাড়া অঞ্চলে প্রতিবাদ মিছিল করেন। পরে পুলিশ আধিকারিকদের সাথে দেখা করে দ্রুত অপরাধীকে খুঁজে বের করে কঠিন শাস্তি দাবি করেন।

হিন্দু জাগরণ মঞ্চের নেতা রোহিত সাউ বলেন, এই অঞ্চলের বিভিন্ন স্থানে হিন্দু মহিলারা এই চক্রান্তের শিকার হচ্ছে এবং নিরুদ্দেশ রয়েছে। লাভ জিহাদের শিকার হচ্ছে হিন্দু যুবতীরা। হিন্দু জাগরণ মঞ্চের নেত্রী মৌসুমী কুন্ডু বলেন, এর আগেও স্নেহা প্রসাদ নামে ক্লাস ১১–র একটি মেয়কে নিয়ে যায় এক জিহাদি শেখ ইরফান। অপহরণ করে পলাতক। প্রশাসন দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। তাই প্রশাসন হিন্দু যুবতীদের অপহরণ বা হত্যা মামলায় যথাযথ পদক্ষেপ না করলে আমরা আন্দোলনে নামব।
হিন্দু জাগরণ মঞ্চের ভাটপাড়া অঞ্চলে সম্পদক রাহুল বিশ্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী ধরা না পড়লে আমরা জিহাদীদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেব। এছাড়া অশোক সোনি, রাজেশ মিশ্রা প্রমুখ হিন্দু নেতাও দ্রুত অপরাধীদের শাস্তি দাবি করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here