সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বেসরকারি করার চেষ্টার অভিযোগ জুটা’র

আমাদের ভারত, ৩১ মে: সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আগামী দিনে বেসরকারি হাতে তুলে দেওয়ার পথে হাঁটছে রাজ্য। বুধবার এই অভিযোগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা)-র সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ প্রতিম রায়।

পার্থবাবু এই প্রতিবেদককে জানান, “প্রায় সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া অনেক আগেই শুরু করে দিয়েছে। সেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে পেছনে ঠেলে দিয়ে কোনও অতিরিক্তি পরিকাঠামো না দিয়ে দুর্বল করে ফেলেছে। শেষ মুহূর্তে ৪ বছরের কোর্সে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতে তারা আরও একবার প্রতিষ্ঠা করলো যে তারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আগামী দিনে বেসরকারি হাতে তুলে দেবে।

যারা এই মুহূর্তে উচ্চ শিক্ষা দফতরে আছেন তাঁরা জানেনই না যে একটা আমূল পরিবর্তিত কোর্স চালু করতে গেলে কতটা সময় দিতে হয়, পরিশ্রম করতে হয় এবং কী অতিরিক্ত পরিকাঠামো লাগবে।“

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here