হাবড়ার বণীপুরে ৮৬ টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৭ ফেব্রুয়ারি:
হাবড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে বানিপুর শ্যামসাহার বাজার মোড় এলাকায় এলাকার ৮৬টি পরিবারকে জমির পাট্টা দেওয়া হল। রবিবার সকালে বাসিন্দাদের হাতে পাট্টা দলিল তুলে দিলেন হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

খাদ্যমন্ত্রী জানিয়েছেন, হাবরায় যেসকল ভূমিহীন উদ্বাস্তু রয়েছেন তাঁদের সকলকে আগামী দিনে ধাপে ধাপে পাট্টা দেওয়া হবে। তিনি বলেন, আজ হাবড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের প্রায় ৮৬ জনকে পাট্টা দেওয়া হল। আগামী দিনে আরও ১৫০০ জন আবেদনকারীকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করবে আমাদের সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সব শ্রেণির কথাই ভাবেন। তিনি তাই ভূমিহীন উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনে এই বাংলায় ভূমিহীন উদ্বাস্তু বলে কোনও কথা থাকবে না। আবেদনকারী প্রত্যেককে পাট্টা দেওয়ার ব্যবস্থা হবে।

আজ মন্ত্রীর হাত থেকে পাট্টা পেয়ে খুশি ভূমিহীন উদ্বাস্তু সাধারণ মানুষজন। তাঁরা জানিয়েছেন, “বহু বছর ধরে বিভিন্ন সরকারের কাছে আমরা যে আবেদন রেখেছিলাম সেই দাবি আজকে আমাদের পূরণ হল। আজ আমাদের স্বপ্ন পূরণ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য। আজ থেকে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারব।” যে সকল পরিবার আজ পাট্টা পেয়েছেন তারা সকলেই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here