বাল্য বিবাহ বন্ধে কদম কানন ইউনিট ক্লাবের অভিনব উদ্যোগ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ ডিসেম্বর: বাল্য বিবাহ থেকে বাড়ির মধ্যেই প্রসবের ঘটনা প্রায়ই লক্ষ্য করা যায় ঝাড়গ্রাম জেলাতে। তাই ঝাড়গ্রাম শহরের কদমকাননের মাঝেরপাড়া, শিরিশচকে এবার শবর পরিবারের সদস্যদের নিয়ে আজ বাল্য বিবাহ এবং বাড়িতে প্রসবের বিরুদ্ধে আলোচনা সভা করলেন কদমকানন ইউনাইটেড ক্লাবের সদস্যরা। বাল্য বিবাহ এবং বাড়িতে প্রসবের খারাপ দিক গুলি তুলে ধরেছে ক্লাবের সদস্যরা। এদিন আলোচনা সভার পরে ঝাড়গ্রামের নিস্বার্থ ফাউন্ডেশন সংগঠনের পক্ষ থেকে শবর পরিবারের শিশুদের শীতবস্ত্র প্রদান করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here