৩০ জানুয়ারি ঠাকুরনগরে মতুয়াদের সভায় অমিত শাহ, মাঠ সরেজমিনে  কৈলাস, মুকুল

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ জানুয়ারি: আগামী ৩০ জানুয়ারি  উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়াদের সভায় সামিল হবেন কেন্দ্রীয় 
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে সোমবার দুপুরে ঠাকুরবাড়ির মাঠ সরেজমিনে
পরিদর্শনে এলেন বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাস 
বিজয়বর্গীয়। মাঠ পরিদর্শন করে সংসদ শান্তনু ঠাকুরের 
সঙ্গে বৈঠক করেন তাঁরা। 

গত লোকসভা ভোটের আগে ঠাকুরবাড়ির কামনাসাগরের পাশের মাঠে মতুয়াদের সভায় এসেছিলেন প্রধানমন্ত্রী 
নরেন্দ্র মোদী। ফের মতুয়াদের সভায় আসছেন অমিত শাহ। সেই সভার মাঠ আজ ঘুরে দেখেন মুকুল রায় ও কৈলাশ বিজয়
বর্গীয়। এদিন সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেন, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে 
দাঁড়াবেন না। উনি নিজের কেন্দ্রে হেরে যাওয়ার ভয়ে 
কেন্দ্র পালটাচ্ছেন। উনি যেখান থেকেই ভোটে 
দাঁড়ান না কেন কর্মীস্তরের মানুষ প্রস্তুত আছে মমতা ব্যানার্জির সঙ্গে ফাইট করতে। তাঁর দুই জায়গা দাঁড়ানো প্রসঙ্গে মুকুল রায় বলেন, উনি একজায়গায় দাঁড়ালে হেরে যেতে পারেন তাই আর একটি জায়গা বেছে নিচ্ছেন।


 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here