ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ! গুলিতে নিহত যুবক, বিজেপির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ এপ্রিল: স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত কালিয়াগঞ্জ। এরই মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রাম এলাকায়।

জানা গিয়েছে মৃত যুবকের নাম মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ একই অভিযোগ তুলেছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীও৷

দেবশ্রীদেবী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ বিজেপি কার্যকর্তাদের ওপর অত্যাচার ও গ্রেফতার করছে। বিষ্ণু বর্মন কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সদস্য। বুধবার রাতে তাঁর বাড়িতে যায় পুলিশ। কিন্তু তাঁকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে টেনে হিঁচড়ে মারতে মারতে গাড়িতে তোলা হয়। পাশ থেকে বিষ্ণুর ভাইপো মৃত্যুঞ্জয় এর প্রতিবাদ করলে পুলিশ সটান তাকে গুলি করে খুন করে। মৃত্যুঞ্জয় আমাদের দলের সক্রিয় কর্মী। তিনি বলেন, কালিয়াগঞ্জে যেসমস্ত ঘটনা ঘটেছে থানা জ্বালানো কিংবা পুলিশের ওপর আক্রমণ তাতে কোথাও বিজেপি যুক্ত নেই৷ বিজেপি আলাদা কর্মসূচি ছিল এস পি অফিস ঘেরাও। সেখানে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়ে গুলি করে খুন, গ্রেফতার, অত্যাচার করে বিজেপিকে শেষ করতে চাইছে, যদি তিনি মনে করেন এভাবে বিজেপিকে শেষ করা যাবে তা কোনোদিনই সম্ভব না। এর বিরুদ্ধে আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি।

প্রতিবেশী এবং বাড়ির লোকজনের অভিযোগ, রাত দুটো নাগাদ ৩টি গাড়িতে করে পুলিশ আসে। তারা দরজা ভাঙ্গচুর করে ভেতরে ঢুকে তল্লাশি চালায়। সেই সময় বাড়ির বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে যেতে চাইলে মৃত্যুঞ্জয় বাধা দেন। পুলিশ দু রাউন্ড গুলি চালায়। একটি তার গায়ে লাগে। পরে দেখা যায় অন্যগুলিটি মাটিতে পড়ে রয়েছে। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা বেড়িয়ে এলে পুলিশ চলে যায়। আহত যুবককে এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানিয়ে দেন মারা গেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here