আমাদের ভারত, হুগলী, ৫ নভেম্বর: কেন্দ্রীয় সরকারের কৃষি আইন, দলিত সমাজের উপর শারীরিক ও মানসিক নির্যাতন, বেশ কিছু সরকারি সংস্থার বেসরকারীকরণের প্রতিবাদে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের আহ্বানে জন সমাবেশ অনুষ্ঠিত হল চুঁচুড়া ঘড়ির মোড়ে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ ব্যানার্জি, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতৃবৃন্দ। এদিনের সভায় প্রত্যেক বক্তাই কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে। সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, রাজ্যপাল বিজেপির দলদাস। তার খোলা চ্যালেঞ্জ যদি বিজেপির হয়েই কথা বলতে হয় তাহলে “আগামী বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় বিজেপির হয়ে ভোটে দাঁড়ান, হারিয়ে রাজস্থান পাঠিয়ে দেব।” দেশের সরাষ্ট্র মন্ত্রীর বাংলা সফর নিয়েও কড়া বার্তা দেন শ্রীরামপুরের সাংসদ। তার হুশিয়ারি বাংলাকে উত্তপ্ত করতে এসে লাভ হবে না। বাংলার মানুষ বুঝে গেছেন, বিজেপি আসলে কি।
হুগলী জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসার পর থেকে কোর কমিটি তৈরী করে কোন্দল ভুলে আগামী নির্বাচনে সকলকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। তারপর থেকে সব বিধানসভাতেই সভা করার ডাক দেয় তৃণমূল নেতৃত্ব। করোনা পরিস্থিতিতে সেই সভাতেই আজ বক্তব্য রাখেন সকল বক্তা।