
আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ মে: ধূপগুড়ি পুরসভা এলাকার বাসিন্দা স্মরণ দেবনাথ এবার মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর ৬৮৬।
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার
বৈরাতীগুড়ি হাই স্কুলের ছাত্র স্মরণ। ধূপগুড়ি শহরের ১১ নং ওয়ার্ডের সুকান্তপল্লীর বাসিন্দা। স্মরণের বাবা একজন গহনা শিল্পী। ছোট থেকেই স্মরণ মেধাবী ছাত্র হিসাবে পরিচিত। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে স্মরণের এই সাফল্যে খুশি পরিবারের সদস্য সহ জলপাইগুড়ি জেলার বাসিন্দারা।