আস্থা ভোটের আগেই সরে দাঁড়ালেন কমলনাথ, ইস্তফা দিলেন রাজ্যপালকে

আমাদের ভারত,২০ মার্চ:শুক্রবার ভূপালে সাংবাদিক বৈঠক ডেকে নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। শেষ পর্যন্ত পড়ে গেল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। ২২ বিদ্রোহী বিধায়কের পদত্যাগ অধ্যক্ষ গ্রহণ করে নিতেই রাজনৈতিক সমীকরণ স্পষ্ট হয়ে যায়। তাই আর আস্থা ভোট না গিয়ে পদত্যাগ করার কথা ঘোষণা করেন তিনি।

কমলনাথ বলেন,”কোনদিনই লেনদেনের রাজনীতির অংশ ছিলাম না আমি। ৪০ বছরের রাজনৈতিক জীবনে কেউ এই নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতে পারবেন না।” সাংবাদিক বৈঠকের পরই রাজ্যপাল লালজি টন্ডনের কাছে পদত্যাগপত্র জমা দিতে যান তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যপ্রদেশ বিধানসভায় আজকেই ফ্লোর টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে ২২ জন বিদ্রোহী বিধায়ককে ফিরিয়ে আনতে পারেনি কংগ্রেস নেতৃত্ব। তাই পরিস্থিতি বুঝে সাংবাদিক বৈঠক করেন কমলনাথ। তীব্র আক্রমণ করেন বিজেপিকে।

কেবৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুক্রবার বিকেলের মধ্যে মধ্যপ্রদেশ ভোটের আয়োজন করতে হবে। সেই নির্দেশের পর থেকেই পট পরিবর্তন হয়ে যায় রাজ্যে। বৃহস্পতিবারই বিদ্রোহী বিধায়কদের ইস্তফা গ্রহণ করে নেন স্পিকার। তখন স্পষ্ট হয়ে যায় মধ্য প্রদেশের সরকার পড়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে আস্থা ভোটের ফলাফল আঁচ করতে পেরেই সাংবাদিক সম্মেলন ডাকেন কমলনাথ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here