শ্রমিক মালিক অসন্তোষের জেরে অচলাবস্থা কামারহাটি জুটমিলে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ ডিসেম্বর: শ্রমিক মালিক অসন্তোষের জেরে উৎপাদন প্রক্রিয়া ব্যাহত উত্তর ২৪ পরগনার কামারহাটি জুটমিলে, তৈরী হয়েছে অচলাবস্থা। অভিযোগ, শ্রমিকদের দৈনিক মজুরি না বাড়িয়ে উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধিতে ক্রমাগত চাপ দিচ্ছে ম্যানেজমেন্ট, যার ফলে শ্রমিকরা কারখানার ম্যানেজমেন্টকে জানিয়ে দেয় তারা অতিরিক্ত উৎপাদন করতে পারবে না।

বিদ্রোহ ঘোষণা করে জুটমিলের বিমা ডিপার্টমেন্ট। তারা শনিবার বি শিফটের কাজ সম্পূর্ণ বন্ধ করে দেয়। এর ফলে অচলাবস্থা তৈরী হয় কামারহাটি জুটমিলের অন্যান্য বিভাগে। উৎপাদন প্রক্রিয়ায় ঘাটতি দেখা দেয়। শ্রমিকরা অভিযোগ করেন, মালিক পক্ষ শ্রমিক শোষণের মাত্রা বাড়িয়ে চলেছে। যে পরিমাণ উৎপাদন চাইছে মালিকপক্ষ, তা শ্রমিকদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়েই শ্রমিকরা কারখানার কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ এখনো এই ইস্যুতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জারি করেনি। তবে জুটমিলে উৎপাদন প্রক্রিয়া সচল রাখা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এখন কী ভাবে এই জটিলতা কাটে, সেই চেষ্টা করছে কারখানার শ্রমিক সংগঠনের সদস্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here