পুজোর মুখে ডেঙ্গু রুখতে ড্রোন উড়িয়ে, এলাকা স্যানিটাইজ করে সচেতনতা বৃদ্ধি কামারহাটি পুরসভার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা: সামনেই দুর্গোৎসব। করোনা সচেতনতার মধ্যেই চলতি বছরে মা দুর্গার আরাধনা করবে বঙ্গবাসী। তবে বছরের এই সময় যাতে করোনার পাশাপাশি নতুন করে ডেঙ্গু না ছড়ায় সেদিকেও কড়া নজরদারি চালাচ্ছে রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলি। উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগরে এদিন ডেঙ্গু রুখতে এলাকায় কোথায় কোথায় জমা জল রয়েছে, কোন বাড়ির ছাদে জল জমে আছে কি না, তা দেখতে কামারহাটি পুরসভার পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হল।

কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বিভিন্ন এলাকায় নাগরিকদের অসচেতনতার কারণে কোথাও জমা জলে মশার লার্ভা জন্মালে তা খুঁজে বের করতেই পুরসভার পক্ষ থেকে ড্রোন উড়িয়ে এলাকায় নজরদারি চালালো পুরসভা কর্তৃপক্ষ। একই সঙ্গে এদিন পুরসভার এই ২৪ নম্বর ওয়ার্ড জীবানু মুক্ত করার কাজও করেন পৌর কর্মীরা। কামারহাটি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য বিমল সাহা গোটা বিষয়টি তদারক করেন। তিনি বলেন, “বর্তমান করোনা আবহে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে রুখে দেওয়া যায়, সেই জন্য আমাদের আগাম এই সচেতনতা মূলক পদক্ষেপ। আজকে কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে এই পদক্ষেপ পরীক্ষা মুলক ভাবে আমরা নিলাম। আগামীদিনে পুরসভার সব ওয়ার্ডেই একই ভাবে ডেঙ্গু নির্মূল করতে জমা জল শনাক্ত করতে ড্রোনের ব্যবহার করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *