৩০০ জনকে খাবার দিল কাঁকুড়গাছি অভিযান ক্লাব

নীল বনিক, আমাদের ভারত, ২৮ মার্চ: উত্তর কলকাতার প্রাচীন ও ঐতিহ্যবাহী কাঁকুড়গাছি অভিযান ক্লাবের পক্ষ থেকে করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে এলাকার গরিব মানুষের খাবার অসুবিধার জন্য রান্না করা খাবার বিতরন করা হয়। সেইসঙ্গে বিধান চন্দ্র রায় শিশু হাসপাতালে ভর্তি শিশুদের অভিভাবকদের মধ্যেও খাবার বিতরন করা হয় সংগঠনের পক্ষ থেকে।

ক্লাব কর্মকর্তা গৌতম সোম চৌধুরী, উত্তম সাহা, বিশাল খান্ডেলওয়াল, অভিক দাস খাবার বিতরণে মূখ্য ভূমিকা নেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সচিব রঞ্জিত দে। নিজেদের সীমিত সামর্থে কর্মকর্তারা এগিয়ে এসে প্রায় ৩০০ জন মানুষকে খাবার বিতরণ করেন। আগামী ৭ দিন এই খাবার বিতরণ করা হবে। এই কর্মসূচিতে সহযোগিতা করেন ওসি ফুলবাগান সি এন সিং মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, কাউন্সিলর পাপিয়া চৌধুরী, ওসি বিসি রায় হাসপাতাল ফাঁড়ি এবং হাসপাতাল সুপার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here