কার্ল মার্কসের ২০৩তম জন্ম দিবস পালিত হল শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ মে: কার্ল মার্কসের ২০৩ তম জন্ম দিবস পালিত হল নদিয়ার শান্তিপুরে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্রষ্ঠা কার্ল মার্কস। শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার পথপ্রদর্শক কার্ল মার্কস। গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। রাজ্যের মধ্যে মার্কসের জন্মদিন পালিত হয়েছে। প্রতিবছরই ভারতীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই দিনটা পালিত হয়। বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য এবং জেলা জুড়ে তাঁর
২০৩তম জন্ম দিবস পালিত হয়। নদিয়ার শান্তিপুরে কাল মার্কসের মূর্তিতে সকাল আটটায় শ্রদ্ধা নিবেদন করা হয়। শান্তিপুরের বামপন্থী নেতৃত্ব, কর্মী, সাধারণ মানুষ এদিন মার্কসের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।

শান্তিপুর এরিয়া কমিটির সম্পাদক সৌমেন মাহাতো জানান, গোটা পৃথিবীতে মার্কসবাদ প্রাসঙ্গিক। শ্রমজীবী মানুষের মুক্তি সমাজতন্ত্রে। সমাজতন্ত্র ছাড়া শ্রমজীবী মানুষের মুক্তি হতে পারে না। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা শোষণমুক্ত সমাজ ব্যবস্থার স্বপ্ন আমরা বামপন্থীরা দেখি। যে ব্যবস্থার মধ্যে শোষণ থাকবে না, সব মানুষ দুবেলা-দুমুঠো খেতে পারবে, সকলে বাসস্থান পাবে, সকলে শিক্ষা পাবে, সকলের চিকিৎসার ব্যবস্থা থাকবে, সকলের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এইরকম শোষনহীন সাম্যবাদী সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। কার্ল মার্কসই প্রথম শোষণমুক্ত সমাজ গঠনের নিদর্শন প্রবর্তন করেন। পৃথিবীর দেশে দেশে তাই শুধু বামপন্থীরা নয় অসংখ্য চিন্তাশীল মানুষ, শিক্ষিত মানুষ কার্ল মার্কসকে শ্রদ্ধা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *