কাশ্মীরের ভোটে গুপকার জোট বেশি আসন পেলেও একক বৃহত্তম দল বিজেপি

আমাদের ভারত, ২৩ ডিসেম্বর:বুধবার জম্মু-কাশ্মীরের জেলা পরিষদের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গেছে সবচেয়ে বেশি আসন পেয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা নেতৃত্বাধীন গুপকার জোট। কিন্তু একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, বিজেপি ভোট পেয়েছে সাড়ে চার লক্ষের বেশি। ন্যাশনাল কনফারেন্স পিডিপি ও কংগ্রেস যৌথভাবে যে ভোট পেয়েছে বিজেপি একা তার থেকে বেশি ভোট পেয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, বিজেপি যেভাবে একক বৃহত্তম দল হয়েছে তাতে স্পষ্ট কাশ্মীরের মানুষ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন। গুপকার জোটের কোনো দল এককভাবে বিজেপির ধারে কাছে আসতে পারেনি। সেই জন্যই তারা জোট তৈরি করেছিল।রবিশঙ্কর প্রসাদ বলেন, বিজেপি যেভাবে একক বৃহত্তম দল হয়েছে, তাতে সজোরে থাপ্পড় খেয়েছে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গীরা।

জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের ভোটের সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা গেছে বিজেপি ৭৪ টি আসন পেয়েছে, ফারুক আব্দুল্লার ন্যাশনাল কনফারেন্স পেয়েছে ৬৭ টি, মেহেবুবা মুফতির পিডিপি পেয়েছে ২৭টি কংগ্রেস পেয়েছে ২৬ টি, জোট মোট পেয়েছে ১১০টি আসন।

কাশ্মীরে এবার ৩৯ জন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন এদের বেশিরভাগই বিজেপির সমর্থনে জয়ী হয়েছেন। এদিকে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা বিজেপিকে জবাব দিয়ে টুইটারে লিখেছেন, “মজার বিষয় গতকাল বিজেপি উপত্যকায় তিনটি আসন পাওয়া নিয়ে গর্ব করেছিল, আজ তারা একক বৃহত্তম দল হওয়া নিয়ে গর্ব করছে, কিন্তু যে কথা তারা চেপে যাচ্ছে তা হল ন্যাশনাল কনফারেন্সের তুলনায় অনেক বেশি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি।”

সংবিধানের ৩৭৯ ধারা ফিরিয়ে আনার জন্য জম্মু-কাশ্মীরের মূলস্রোতের দলগুলি তৈরি করেছিল গুপকার জোট। এতে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স সহ বেশ কয়েকটি দল রয়েছে। যে ২০টি জেলায় ভোট হয়েছে তার প্রতিটিতে ১৪টি করে আসন রয়েছে। ২৫ দিন ধরে ৮টি পর্যায়ে ভোট হয়েছিল। খুব অল্প কটি আসন বাদে বেশিরভাগ আসনেই ফল প্রকাশিত হয়েছে। জম্মুতে ৭১ টি আসন পেয়েছে বিজেপি। যে ৬টি জেলার উন্নয়ন পর্ষদের তারা জয়ী হয়েছেন তাদের মধ্যে জগদলপুর, সাম্বা, কাঠুয়া রয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here