‘কাব্য ও কলা’ পরিবার ফের দুঃস্থ মানুষের পাশে

আমাদের ভারত, মেদিনীপুর, ৯ এপ্রিল: কথা রাখলো সাংস্কৃতিক প্রতিষ্ঠান কাব্য ও কলা। কদিন আগেই ‘করোনা’ ভাইরাসের মোকাবিলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দান করেন মেদিনীপুর শহরের অন্যতম বাচিক সংস্থা ‘কাব্য ও কলা’। তখনই তাঁরা জানিয়েছিলেন, তাঁরা দুঃস্থ মানুষের জন্য আরো কিছু করার চেষ্টা করবেন। বুধবার কাব্য ও কলার প্রতিনিধিরা চাল, আলু, মুড়ি, পাউডার দুধ, চানাচুর ইত্যাদি খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যান মেদিনীপুর শহরের ২২ নং ওয়ার্ডের কামার পাড়াতে। ৭৫টি পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন কাব্য ও কলা পরিবারের গোপা ব্যানার্জি, মিঠু দাস এবং কর্ণধার চিত্তরঞ্জন দাস। কাব্য ও কলা পরিবারের এই উদ্যোগকে সাহায্য করতে এগিয়ে আসেন বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী সুব্রত মহাপাত্র এবং শিক্ষক ও চিত্রশিল্পী নরসিংহ দাস। চিত্তরঞ্জন বাবু এবং সুব্রত বাবু সচেতন থাকার পরামর্শ দেন দুঃস্থ মানুষদের।

কাব্য ও কলা পরিবারের কর্ণধার চিত্তরঞ্জন দাস বলেন, ‘সংস্কৃতি চর্চার সাথে সাথে এই সংকট কালে দুঃস্থ মানুষের সেবা করাই আমাদের পরিবারের চরম লক্ষ্য ও ধর্ম।’ তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মেদিনীপুর সদরের মহকুমা শাসক দীন নারায়ণ ঘোষ, শুভাকাঙ্ক্ষী পার্বতী শঙ্কর ব্যানার্জি সহ ব্যানার্জি পরিবারের সকল সদস্য সদস্যা, কাব্য ও কলা পরিবারের শুভাকাঙ্ক্ষী এবং সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *