মকর সংক্রান্তিতে গোমাংসের রেসিপি পোস্ট করে বিতর্কে জড়ালো কেরল ট্যুরিজম বিভাগ

আমাদের ভারত,১৬ জানুয়ারি: আবার গোমাংস নিয়ে বিতর্ক।মকর সংক্রান্তির পূন্য তিথিতে সোশ্যাল মিডিয়ায় গোমাংসের ছবি পোস্ট করেছিল কেরল ট্যুরিজম। তারপরই সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। নেটিজেনদের একাংশ বলেছেন, হিন্দুদের এই পবিত্র উৎসবে গবাদি পশু জড়িয়ে থাকে ওতপ্রোতভাবে। তাদের প্রশ্ন বিষয়টি জানার পরেও কেন দায়িত্বজ্ঞানহীন ভাবে মকর সংক্রান্তির দিন এই গোমাংসের ছবি পোস্ট করা হলো কেরল প্রশাসনের এই দপ্তরের তরফে?

১৫ জানুয়ারি কেরল ট্যুরিজমের তরফে একটি গোমাংসের রেসিপি বিজ্ঞাপন দেওয়া হয় পদটির নাম উলার থিয়াথু। এই খাবারটি কেরলের অন্যতম সুস্বাদু খাবার হিসেবে প্রচার করা হয়েছে। আর ওই দিনই দেশজুড়ে পালন করা হয়েছে মকর সংক্রান্তি। দক্ষিণ ভারতে এই দিন পালিত হয় পঙ্গল। শবরীমালা মন্দিরে পালিত হয় মকর ভিলাক্কু। অথচ এই উৎসবের দিনে এহেন বিজ্ঞাপনেচটেছেন নেটিজেনরা।

তারা অভিযোগ করেছেন, বারবার সংবেদনশীল বিষয়গুলি নিয়ে কেন ভুল করে কেরল প্রশাসন? অনেকেই এই ধরনের পোস্ট কে দায়িত্বজ্ঞানহীন বলে অভিযোগ করেছেন। তাদের যুক্তি এদিন গবাদিপশু পূজিত হন দেশের নানা প্রান্তে। অথচ ঐদিনেই গোমাংসের ছবি দিয়ে রেসিপি পোস্ট করল কেরালা ট্যুরিজম।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here