
আমাদের ভারত, আসানসোল, ৭ মার্চ: গত বছর রাখি পূর্ণিমার দিন অনুব্রত মণ্ডলকে গোরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। আর আজ দোলযাত্রার দিন আদালতের নির্দেশে তাঁকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি। এদিন আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রত মন্ডলকে নিয়ে পুলিশ বেরিয়ে যাওয়ার পরই বিজেপি নেতা কর্মীরা জেলের সামনের জায়গা এবং আশেপাশের চত্বর গোবর ও গঙ্গাজল দিয়ে শুদ্ধ করেন।
অনেক টানাপোড়েনের পর রাজ্য পুলিশি নিরাপত্তায় আজ সকাল ৬.৪০ টা নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে বের করা হয়। তারপর পুলিশি প্রহরায় তাঁকে নিয়ে আসা হয় জোকার ইএসআই হাসপাতালে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তুলে দেওয়া হবে ইডির হাতে।
আজ সকালে অনুব্রত মন্ডলকে জেল থেকে বের করার পরই সেখানে জড়ো হন বিজেপি নেতা কর্মীরা। তাদের হাতে ছিল জলভর্তি বালতি, গোবর, ঝাঁটা এবং গঙ্গাজল। এরপর তারা গোবরজল দিয়ে জেলের সামনের অংশ পরিস্কার করে গঙ্গাজল ছিটিয়ে দেন। জেলের আশেপাশের এলাকাও গোবর এবং গঙ্গাজল দিয়ে পরিস্কার করেন। এর কারণ হিসেবে বিজেপি নেতারা বলেন, গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর মতো দাগি অপরাধী এই জেল থেকে চলে যাওয়ায় গোবর এবং গঙ্গাজল দিয়ে এলাকা শুদ্ধ করা হল। এরপরই আবির এবং রং খেলায় মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা।