
আমাদের ভারত, খড়্গপুর, ৫ জানুয়ারি: খড়্গপুরে বিদ্যাসাগর আবাসন প্রাঙ্গনে শনিবার থেকে শুরু হয়েছে খড়গপুর বইমেলা। এবছর বইমেলা বিশতম বর্ষে পা রাখল। মেলা চলবে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা প্রাঙ্গনে বই স্টলের সঙ্গে থাকছে বিচিত্রানুষ্ঠান। থাকছে দাবা, কুইজ প্রভৃতি প্রতিযোগিতা। শনিবার মেলার উদ্বোধন করেন চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, প্রখ্যাত সাংবাদিক ও লেখিকা গীতা ডোগরি। বক্তারা প্রত্যেকেই বইকে বিশেষ বন্ধু হিসেবে বর্ণনা করে বই কেনা এবং আরো বেশি করে বই পড়ার আবেদন জানান।
এবার বইমেলায় প্রায় একশোটি স্টল আছে। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বই মেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী। বই মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চটি বিশিষ্ট সমাজসেবী প্রয়াত গৌতম চৌবের নামে উৎসর্গ করা হয়েছে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত কেন্দ্রীয় সরকারের নুতন নাগরিক আইনের বিরোধিতা করেন।