
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: প্রায় দেড় মাস হয়ে গেল খড়্গপুর পৌরসভা মুন্ডুহীন ভাবে চলছে অভিযোগ জেলা বিজেপির। সোমবার বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন বিজেপির মুখপাত্র অরূপ দাস।
প্রসঙ্গত, কিছুদিন আগেই খড়্গপুর গ্রামীণের মাতাকাতপুরে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশের পরেই দীর্ঘদিন বসবাসকারী ভূমিহীন পরিবারদের হাতে পাট্টা তুলে দেন বিডিও। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, এই অভিষেক ব্যানার্জির নির্দেশেই খড়্গপুর পৌরসভার পৌরপ্রধানকে বেআইনি ভাবে সরিয়ে দেওয়া হল কিন্তু এখনও কোনও পুরপ্রধান মনোনীত হয়নি। তাই সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি এদিন ডিএ প্রসঙ্গে বলেন, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সঙ্গে বৈমাত্রি সুলভ আচরণ করছে। ডিএ দেওয়া তো দূরের কথা, তা আটকানোর জন্য কোটি কোটি টাকা খরচ করছে। ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা যখন আন্দোলনে নামলো তখন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে সারমেওর তুলনা করে বললেন ঘেউ ঘেউ করবেন না। এছাড়াও তৃণমূল পরিচালিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চ্যায়ারম্যান মানস ভুঁইঞা ও তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি সহ তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন তিনি।