৪৩বর্ষ পূর্তি উপলক্ষে ১০১টি গণেশ প্রতিমার পুজো করে তাক লাগলো খড়্গপুরের নিউ স্টার বয়েজ ক্লাব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: এবার গণেশ পুজোতে ১০১টি গণেশ প্রতিমার পুজো করে তাক লাগালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের নিমপুরার নিউ স্টার ক্লাব।

জানা গিয়েছে, এই বছর ৪৩ তম বর্ষে পদার্পণ করল এই গণেশ পূজো। সারা রাজ্যে এইরকম নজির না ঘটলেও এই বছর খড়্গপুর শহরে নিউ স্টার বয়েজ ক্লাবের গণেশ পূজোতে যথেষ্ট তাক লাগিয়েছে গোটা খড়্গপুর শহর জুড়ে। যার বাজেট ধরা হয়েছে আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকা। পুজোর পাশাপাশি পুজোর কয়েকটা দিন থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান এবং নানান সমাজসেবক মূলক কর্মসূচি।

৫০ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নেওয়ার কথা ভেবেছিল ক্লাব সংগঠন, কিন্তু ধীরে ধীরে সদস্য কমতে থাকায় এই বছরই এইরকম চিন্তাধারা নিয়ে এসেছে ক্লাব সংগঠনের সদস্যরা। তবে যাই হোক এই বছর নিউ স্টার বয়েজ ক্লাবের গণেশ পুজোতে ভিড় যে হবেই তা বলা বাহুল্য।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here