নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ নভেম্বর:
পূর্ব মেদিনীপুরের খেজুরিতে আজ বিজেপি কর্মীরা একটু নিঃশ্বাস নিতেই দখল হয়েছে তৃণমূলের অফিস। শনিবার তৃণমূলের অফিস দখল হওয়া নিয়ে এমন মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, শুক্রবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে রাজ্যের শাসকদলের কয়েকটা অফিস দখল হয়। অফিস দখল হওয়ার জন্য তৃণমূল নেতৃত্ব বিজেপিকে দায়ী করেছে।
সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, একটা সময় সেখানে আমাদের কর্মীদের উপর অত্যাচার হয়েছে। খেজুরিতে আমাদের কর্মী খুন হয়েছেন। বিগত লোকসভা ভোটে আমার গাড়িও ভাঙ্গচুর করা হয়েছিল। বর্তমানে তৃণমূল কংগ্রেস কোণঠাসা। তাই হয়তো আমাদের দলীয় কর্মীরা একটু নিঃশ্বাস তুলেছে আজ। এতদিন আমাদের কর্মীদের উপর অত্যাচার হয়েছে। আজ দলীয় কর্মীরা হয়তো সেই অত্যাচার কিছুটা বুঝে নেবার চেষ্টা করেছে।