সাতসকালে জমি নিয়ে বিবাদের জের, কাকার হাতে ভাইপো খুন, আহত ২

আমাদের ভারত, মালদা, ৬ ফেব্রুয়ারি: জমি নিয়ে বিবাদের জেরে সংর্ঘষে মৃত এক ব্যক্তি, আহত দুই। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মালিয়র ১ গ্রাম পঞ্চায়েতের লোটরা গ্রামে। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম মহঃ ইলিয়াস বয়স(৪৬)। মৃত ইলিয়াসের ভাই শরিফুল ইসলাম জানান, আজ সকালবেলা তাঁর কাকা ও তার ছেলেরা তাদের জমিতে এসে ইলিয়াসকে জমি চাষ করতে বাধা দেয়। এই নিয়ে অশান্তি শুরু হয়। এই সময় তার কাকার ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে মোহাম্মদ ইলিয়াস ও ও তার ছেলে মাসরেকুল আলমের ওপর চড়াও হয়। তাকে কোপাতে থাকে। ঘটনা দেখতে পেয়ে দিদি বাঁচাতে গেলে আক্রান্ত হন মোহাম্মদ ইলিয়াসের দিদি জাহানারা এবং ভাই শরিফুল ইসলাম। সংঘর্ষ থামলে এলাকার লোকের তৎপরতায় মোঃ ইলয়াসকে স্থানীয়রা উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় আহত মোহাম্মদ ইলিয়াসের ভাই শরিফুল ইসলাম ও দিদি জাহানারাকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে মৃত মোঃ ইলিয়াস এর দিদি জাহানারা বলেন, তাদের এই পৈতৃক চার বিঘা জমি নিয়ে বহুদিন থেকে পারিবারিক গন্ডগোল রয়েছে। এদিন এই গন্ডগোলের জেরে তাদের এক ভাইকে কুপিয়ে খুন করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here