কৃষকদের বিভিন্ন দাবিতে তমলুক থেকে কলকাতা কিষাণ যাত্রা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ মার্চ: ধান, পান, ফুল, বাদাম, লঙ্কা সহ সমস্ত কৃষিজ ফসলের লাভজনক দাম, কৃষিঋণ মুকুব, সস্তায় সার, বিদ্যুৎ ও কৃষি উপকরণ সরবরাহ, কৃষক ও ক্ষেতমজুরদের সারা বছরের কাজ, খরা ও বন্যারোধ প্রভৃতি দাবিতে অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেতমজদুর সংগঠন (এ.আই.কে.কে.এম.এস.) এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রাজ্যজুড়ে আজ ১লা মার্চ ও আগামীকাল ২রা মার্চ কিষাণ মার্চের (কৃষক পদযাত্রা) কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজ সকালে তমলুক হাসপাতাল মোড় থেকে প্রায় ৫ শতাধিক কৃষক কিষাণ মার্চের পদযাত্রায় অংশ নেয়।

এই দুদিন ব্যাপী পদযাত্রার উদ্বোধন করেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শংকর ঘোষ। পদযাত্রার শুরুতে শংকর ঘোষ তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় সরকার কৃষক সমাজের মূল সমস্যা থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য এনআরসি, সিএএ ও এনপিআর চালু করেছে। পদযাত্রায় অংশ নেন সংগঠনের জেলা সভাপতি বিবেক রায়, সম্পাদক জগদীশ সাউ, সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, পূর্ব মেদিনীপুর জেলা পানচাষি সমন্বয় সমিতির সম্পাদক সোমনাথ ভৌমিক প্রমুখ।

এই পদযাত্রার বিরতিতে নোনাকুড়িতে পথসভা হয়। সেখানেও বক্তব্য রাখেন শংকর ঘোষ। তমলুক হাসপাতাল মোড় থেকে শুরু হওয়া পদযাত্রার অংশগ্রহণকারী কৃষকরা দুপুরে নোনাকুড়িতে পৌঁছান। এরপর নোনাকুড়িতে বিকেল চারটেয় আবার যাত্রা শুরু হয়। সন্ধে ছটায় বুড়ারীতে মশাল সহযোগে পদযাত্রীরা অংশ নিয়ে মেচেদায় পৌঁছাবে। রাতে মেচেদায় রাত্রিবাস করে পদযাত্রীরা পরদিন কলকাতার পথে রওনা দেবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here