ঘাসফুল ছেড়ে পদ্ম বনে প্রবেশ করলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ নভেম্বর:
অবশেষে কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী যোগ দিলেন বিজেপিতে। শুক্রবার দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন। মিহির গোস্বামীর যোগদানের সময় তাঁর পাশে ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এছাড়াও ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক।

কয়েক মাস যাবত মিহির গোস্বামী তৃণমূলের বিরুদ্ধে সরব ছিলেন। চলতি সপ্তাহে তাঁকে দলে ফেরানোর শেষ চেষ্টা করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি মিহির গোস্বামীর বাড়িতে গিয়ে তাঁর মানভঞ্জন করার চেষ্টা চালিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঘোষের সেই চেষ্টাও ব্যর্থ হয়।

অবশেষে দিল্লিতে রওনা হন মিহির গোস্বামী। বিকেলে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। এরপরেই ঘাসফুল ত্যাগ করে সরাসরি পদ্মে যোগদান করেন মিহিরবাবু।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here