কোলাঘাটের দেউলিয়া- খন্যাডিহি রাস্তা পিচ করার কাজ শুরু, ৯ জুন পর্যন্ত যান চলাচলে নিয়ন্ত্রন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মে: কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ পূর্ত দপ্তরের দেউলিয়া-খন্যাডিহি পিচ রাস্তাটির সংস্কারের কাজ চলছে বেশ কিছুদিন ধরেই। আজ সোমবার ২৯ মে থেকে ৯ই জুন পর্যন্ত রাস্তায় ব্ল্যাক টপিং অর্থাৎ পিচ করার কাজ চলবে। সেজন্য আজ থেকে ১২ দিন ধরে পিচ করবার জন্য মাইকিং করে যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছিল।

প্রত্যেক দিন সকাল ছ’টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কাজ চলবে। যেহেতু পেভার মেশিন দিয়ে কাজ হবে সেইজন্য ওই কাজের সময়ে কোনো যান রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না। ফলে একসঙ্গে ৩ মিটার চওড়া রাস্তাটি পিচ হবে। কাজ শুরু হয়েছে খন্যাডিহির দিক থেকে।

দেউলিয়া-খন্যাডিহি রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক সরকারি এই কাজের জন্য সমস্ত রকমের সহযোগিতা করবার জন্য এলাকার বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here