জঙ্গলমহল উৎসবে মেতেছে কলকাতা 

আমাদের ভারত, কলকাতা, ২২ নভেম্বর: রবীন্দ্র সদন চত্বরে মোহরকুঞ্জে শুক্রবার থেকে শুরু হয়েছে জঙ্গলমহল উৎসব। প্রাঙ্গণের  সামনের রাস্তাগুলি সেজে উঠেছে গোলাপী আলোয়। এদিন বিকেলে উৎসবের উদ্বোধন করেন তার আগে পুরো নন্দন চত্বর প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কবি অরুণ চক্রবর্তী এবং নলিনী বেরা সহ বহু বিশিষ্ট কবি সাহিত্যিক এবং শিল্পী। উৎসবের উদ্বোধন করেন কলকাতার মহানাগরিক তথা পৌর মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন মেয়র পরিষদ দেবাসিশ কুমার।

জঙ্গলমহল উদ্যোগের আয়োজনে এবার জঙ্গলমহল উৎসব ষষ্ঠ বর্ষে পা রেখেছে। জঙ্গলমহলের মানুষের জীবনধারা এবং সংস্কৃতি কলকাতা সহ রাজ্যের মানুষের কাছে তুলে ধরতে মূলত এই জঙ্গলমহল উৎসবের আয়োজন বলে জানিয়েছেন জঙ্গলমহল উদ্যোগের কার্যকরী সভাপতি প্রদ্যুৎ দেবনাথ। মূলত বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের লোক শিল্পীদের নিয়ে এই উৎসবের আয়োজন। উৎসবে ঝুমুর গান ভাদু টুসু করম জাওয়া নাচ গান পরিবেশিত হয়। আদিবাসী শিল্পীরা সাড়পা দং দসাই নাচ গান করেন এই উৎসবে। পুরুলিয়া ও ঝাড়গ্রামের শিল্পীদের ছৌনাচ, পাইক নাচে জমজমাট হয়ে ওঠে শুক্রবার সন্ধ্যার অনুষ্ঠান। প্রতিদিন জঙ্গলমহলের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *