করোনার গ্রাস থেকে বাঁচতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, ২১ মার্চ: করোনা এড়াতে কলকাতাবাসীকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেন, করোনা নিয়ে কলকাতাবাসী অহেতুক আতঙ্কিত হবেন না। বরং বাসিন্দারা সতর্কত হোন। কোনও ব্যক্তি বিদেশ থেকে আসলে তারা স্বাস্থ্য কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখুন। সেইসঙ্গে নিজেদের ঘরবন্দি রাখুন। তাহলেই কোরনা ঠেকানো সম্ভব হবে বলে জানালেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ।

করোনার ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে দক্ষিণ কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডে সকালে মাস্ক বিলি করলেন ডেপুটি মেয়র। সাধারন মানুষের মধ্যে এই মাস্ক বিলি করলেন তিনি। তারসঙ্গে পুরসভার স্বাস্থ্যকর্মীদের সতর্ক রাখার নির্দেশ দেন। তিনি বলেন, সাধারণত সুস্থ মানুষের তাপমাত্রা ৯৮ ডিগ্রির সামান্য বেশি থাকে। তবে কোনও ব্যক্তির ১০০ ডিগ্রি তাপমাত্রা ধরা পড়লে পুরসভার স্বাস্থ্যকর্মীদের উপর মহলে জানাতে বলেছি বলে জানালেন অতীন ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here