রাণাঘাট দক্ষিণের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে সিআইডির কাছে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের

স্নেহাশিষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ জানুয়ারি: একের পর এক‌ অস্বস্তিতে পড়ছে বঙ্গ বিজেপি। মুকুল রায়ের পুলিশের কাছে হাজিরার পর এবার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে সিআইডির কাছে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মাসে চারদিন হাজির থাকতে হবে তাঁকে। তার তারিখও নির্দিষ্ট করে দিয়েছে হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তদন্তকারি অফিসারকে পরবর্তী শুনানির দিন তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর দিন একটা অনুষ্ঠানে থাকাকালীন নদিয়ায় গুলি করে খুন করা হয় বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুষ্ঠানে থাকাকালীন খুব কাছ থেকে গুলি করা হয় তাঁকে। ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি। তাদের জেরা করে জানা যায়, পরিকল্পনা করেই গোটা ঘটনাটি ঘটানো হয়েছে। এর জন্য তারা রানাঘাটের সাংসদের দিকেই অভিযোগের আঙুল তোলে। 

রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার জানান, আমি ভারতীয় ন্যায়বিচারের প্রতি আস্থাশীল, উচ্চ আদালত আমাকে নির্দেশ দিয়েছে সিআইডির সঙ্গে দেখা করার জন্য। তদন্তের স্বার্থে আমি সেই নির্দেশ পালন করবো।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here