আমাদের ভারত, কলকাতা, ১৩ জুলাই: করোনা পরিস্থিতিতে বাড়ছে আদালত বন্ধের সময়সীমা। আগামী ১৯ জুলাই পর্যন্ত আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, গত ৯ জুলাই আদালত বন্ধের যে বিজ্ঞপ্তি প্রকাশ করে ১০ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত চার দিন হাইকোর্ট বন্ধের নির্দেশ জারি করা হয়েছিল, তার মেয়াদ বাড়িয়ে আগামী ১৯ তারিখ পর্যন্ত করা হল। অর্থাৎ ১৯ জুলাই পর্যন্ত আদালতের যাবতীয় কাজকর্ম বন্ধ থাকবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে ফের নতুন করে লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার। এদিন থেকে ওই জোনগুলিতে আগামী সাতদিন বিশেষ নজরদারি চলছে। এই পরিস্থিতিতে সাত দিন পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় রাজ্য সরকার। আক্রান্তের সংখ্যা না বাড়লে নজরদারি কমিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। তবে সরকার ঘোষিত এই লকডাউনের সময়ই হাইকোর্টে স্যানিটাইজেশন সেরে ফেলা সহজ হবে বলে মনে করছে প্রশাসন থেকে শুরু করে আইন বিশেষজ্ঞরাও। সেইমতো রাজ্যে নতুন করে লকডাউন পরিস্থিতিতে আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাইকোর্ট ।