শহরের ৩ ওয়ার্ডে নতুন কয়েকটি কনটেনমেন্ট জোন ঘোষণা কলকাতা পুরসভার

রাজেন রায়, কলকাতা, ২৯ নভেম্বর: করোনা সংক্রমণ আগের তুলনায় কমলেও এখনো কিন্তু সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়নি। সেই কারণে শহরের করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কলকাতার আরও ৩টি ওয়ার্ডে নতুন কয়েকটি কনটেনমেন্ট জোন ঘোষণা করল কলকাতা পুরসভা।

নতুন এলাকাগুলি হল ৮৭ নম্বর ওয়ার্ডের ১৮ রাজা বসন্ত রায় রোড, ১১০ নম্বর ওয়ার্ডের ভ্যালি পার্ক ও ৬৯ নম্বর ওয়ার্ডের বালিগঞ্জ সার্কুলার রোড।

উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণে গত বুধবার নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কনটেনমেন্ট জোনে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে আগামী ১ ডিসেম্বর থেকে ওই গাইডলাইন কার্যকর হবে।

কেন্দ্রের ওই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে কনটেনমেন্ট জোনে নাইট কারফিউ জারি করতে পারবে স্থানীয় প্রশাসন। এই‌ নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারগুলি। কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন জারি করতে গেল রাজ্যগুলিকে কেন্দ্রের অনুমতি নিতে হবে। মাইক্রো লেভেলে কনটেনমেন্ট জোন ঠিক করবে জেলা প্রশাসন। রাজ্যের কনটেনমেন্ট জোনগুলির তালিকা জেলা ওয়েবসাইটে দিতে হবে। কনটেনমেন্টট জোনে স্বাস্থ্যবিধি অত্যন্ত কঠোরভাবে মেনে চলতে হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here