করোনা আতঙ্কে বন্ধ কলকাতা মিউজিয়াম, ভিক্টোরিয়া মিউজিয়াম

নীল বনিক, আমাদের ভারত, ১৫ মার্চ: করোনার আতঙ্কে বন্ধ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম। আগামী ৩১ মার্চ পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম বন্ধ থাকবে। তবে মিউজিয়াম বন্ধ থাকলেও ভিক্টোরিয়ার মাঠ থাকবে খোলা। একই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতা মিউজিয়াম।

ভিক্টোরিয়ার বন্ধ থাকার কথা জানা না থাকায় রবিবার অনেক পর্যটক ভিক্টোরিয়ায় এসেছেন। তারা অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অসম থেকে আসা বিভাস মজুমদার জানান, আগে থেকে জানতে পারলে আসতাম না। তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমাদের কোনও অসন্তোষ নেই।

অন্যদিকে কলকাতার জাদুঘরও রবিবার থেকে বন্ধ। তারাও জাদুঘর বন্ধ করে দিয়েছে ৩০ মার্চ পর্যন্ত। সেখানেও একই ছবি। কলকাতা জাদুঘরে রবিবার বহু মানুষ এসেছিলেন। যাদুঘর বন্ধ থাকায় তারাও চলে গিয়েছেন। যাদুঘরে আসা কোনও পর্যটক এই নিয়ে কোনও অসন্তোষ প্রকাশ করেননি। প্রত্যেকেই জানিয়েছেন আমাদের ভালোর জন্যই যাদুঘর বন্ধ হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here