রাজেন রায়, কলকাতা, ৭ ডিসেম্বর: রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতা পুলিশে এসে কাজে যোগদান করেন একাধিক পুলিশকর্মী। কিন্তু কর্মরত অবস্থায় আচমকা মৃত্যু হলে অথবা কলকাতার কোনও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেলে সেই পুলিশকর্মীর দেহ জেলায় নিয়ে যাওয়ার সরকারি তরফে কোনও ব্যবস্থা এতদিন ছিল না। উচ্চপদস্থ কোনও পুলিশ আধিকারিক এর মৃত্যু হলে তার ক্ষেত্রে বিশেষ সুবিধা মিললেও নিচু তলার পুলিশকর্মীদের ভরসা ছিল উচ্চপদস্থ আধিকারিকদের দাক্ষিণ্য বা মহানুভবতা। তবে এবার নিচুতলার পুলিশকর্মীদের মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন করতে পরিজনরা যাতে কোনও অসুবিধায় না পড়েন, তাই এবার তাদের শেষকৃত্যে এককালীন অনুদান দেবে কলকাতা পুলিশ।
কোনও কোনও ক্ষেত্রে রাজ্যের নিচু তলার পুলিশকর্মী অথবা সিভিক ভলান্টিয়ারদের আচমকা কর্মরত অবস্থায় বা হাসপাতালে মৃত্যু হলে গাড়ি ভাড়া করে দেহ হাসপাতাল থেকে নিয়ে যেতেও খরচ হত অনেকটাই। কিছু ক্ষেত্রে যদি মৃত সেই পুলিসকর্মীর সঙ্গে উচ্চপদস্থ আধিকারিকের ব্যক্তিগত সম্পর্ক ভালো না থাকত, তাহলে তার পরিবারকে কিছু ক্ষেত্রে হেনস্থার শিকার হতে হত। তবে এবার পুরো ব্যবস্থাকেই নির্দিষ্ট প্রক্রিয়ায় নিয়ে এল কলকাতা পুলিশ।
সূত্রের খবর, নতুন বছর থেকেই সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, কনস্টেবল-সহ পুলিশকর্মীদের মৃত্যুর পরে সৎকারের জন্য পুলিশ কল্যাণ পর্ষদের (পুলিশ ওয়েলফেয়ার বোর্ড)-এর তরফে এবার ‘ডেথ বেনিফিট ফান্ড’-এর একটি প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পে কলকাতা পুলিশের সমবায় ব্যাঙ্ক থেকে অনুদান হিসেবে ২০,০০০ টাকা পাবে মৃতের পরিবার। হাসপাতাল থেকে বাড়িতে দেহ পৌঁছে দেওয়ার জন্য একটি শববাহী গাড়িরও ব্যবস্থা থাকবে বলেও জানা গিয়েছে। তবে বাম আমলের মতো এর জন্য মৃত কর্মীদের শেষ বেতন থেকে কোনও টাকা কাটা হবে না।
প্রসঙ্গত, পুলিশের মধ্যে বিভিন্ন কর্মীদের একাধিক অভিযোগ থাকলেও এতদিন বিভিন্ন কারণে তা প্রকাশ্যে আসছিল না। করোনা অতিমারির সময়ে তা আচমকাই বিদ্রোহের রূপ নেয়। সেই সময়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলেও পুলিশকর্মীদের অভাব-অভিযোগ যাতে নিয়মিত সরকারের কাছে পৌঁছয়, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলা, ব্যাটালিয়ন, ইউনিট-সহ সব জায়গাতেই খোলা হয়েছে পুলিশ কল্যাণ পর্ষদ বা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের শাখা। আর তার মাধ্যমেই এই অভিযোগের কথা জানতে পেরে সরকারি তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার ১০ ডিসেম্বর বডিগার্ড লাইনসে কলকাতা পুলিশ সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ডের অনুষ্ঠানে ‘ডেথ বেনিফিট ফান্ড’, এই প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্যের স্কুলশিক্ষা ও সংসদ বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওইদিনই কলকাতা পুলিশ সমবায় ব্যাঙ্কের তরফে পুলিশ কল্যাণ পর্ষদকে একটি শববাহী গাড়ি বিনামূল্যে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।