দিল্লির আগুনের আঁচ যেন কলকাতা না স্পর্শ করে, সতর্কতা জারি কলকাতা পুলিশের

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: সিএএ বিক্ষোভ নিয়ে উত্তরোত্তর অগ্নিগর্ভ হচ্ছে দিল্লির পরিস্থিতি। ইতিমধ্যেই দিল্লি পুলিশকর্মী সহ প্রাণ হারিয়েছেন ১০ জন। পরিস্থিতি সামাল দিতে আইপিএস এসএন শ্রীবাস্তবকে দিল্লির আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে।

অশান্তির আঁচ কলকাতায় আসতে পারে, তেমন সম্ভাবনার কথা মাথায় রেখেই পুলিশের সমস্ত স্তরের আধিকারিকদের সতর্ক করলেন নগরপাল অনুজ শর্মা। শুধু কলকাতা পুলিশ নয়, নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের তরফেও সমস্ত থানাকে একই রকম ভাবে সতর্ক করা হয়েছে। আরও সক্রিয় হতে বলা হয়েছে রাজ্য গোয়েন্দা দফতরকেও।

কলকাতা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে নগরপাল বাহিনীর আধিকারিকদের বার্তা দিয়েছেন যে, থানার ওসি থেকে শুরু করে বিভাগীয় ডেপুটি কমিশনার এবং সহকারী কমিশনারদের এলাকায় আরও বেশি করে ঘুরতে হবে। থানার কর্মীদের নিজেদের এলাকা থেকে আরও বেশি করে খবর সংগ্রহ করতে হবে। সেই সঙ্গে এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষে সঙ্গে আধিকারিকদের কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট মানুষ এবং নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা বলেছেন অনুজ শর্মা।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, সমস্ত এলাকায় ছোটখাটো জমায়েতের উপরও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সব জমায়েতে কারা থাকছেন, তার পিছনে কারা রয়েছেন, সেই সম্পর্কিত সবিস্তার তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। একই সঙ্গে যে সমস্ত সংগঠন এবং তাদের নেতারা এর আগে গন্ডগোল পাকিয়েছেন, তাঁদের গতিবিধির উপরও নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আচমকা কোনও বড় ঘটনা ঘটলে এবং পুলিশ সামাল দিতে না পারলে তার দায় সংশ্লিষ্ট আধিকারিককেই নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *