করোনার আতঙ্ক থাবা বসালো নবান্নে

নীল বনিক, আমাদের ভারত, ১৮ মার্চ: করোনার আতঙ্ক থাবা বসালো নবান্নে। বুধবার নবান্নকে জীবাণু মুক্ত করার কাজ শুরু করলেন নবান্নের কর্মচারীরা। রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয়ের বিভিন্ন তলায় লিফটগুলি জীবাণু মুক্ত করার কাজ শুরু হয়। আসবাবপত্র ও ফাইলও জীবানুমুক্ত করাহয়।

প্রসঙ্গত, নবান্নের এক আমলার ইংল্যান্ড ফেরত ছেলের করোনা ভাইরাস ধরা পড়েছে। নবান্নের ওই আমলার যে ঘরে বসে কাজ করেন সেই ঘর ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। নবান্নের ষষ্ঠ তলায় ৫১১ নম্বর ঘরে বসতেন তিনি। সেইঘরটা আপাতত বন্ধ রাখা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি জীবানু মুক্ত করার কাজ শুরু হল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here