করোনা প্রস্তুতি, হাওড়ায় তৈরি হল আইসোলেশন ওয়ার্ড

আমাদের ভারত, হাওড়া, ৭ মার্চ: শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাস প্রতিরোধে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। তিনি রাজ্যের কয়েকটি হাসপাতলে সন্দেহজনক করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি কথা বলেন। যার মধ্যে ঘুসুড়ি সত্যবালা আইডি হসপিটাল রয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মত উত্তর হাওড়া সত্যবালা আইডি হসপিটালে পুরুষ ডায়েরিয়া রোগীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডকে করোনা ভাইরাস লক্ষন রয়েছে এমন রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড হিসাবে তৈরি করে ফেলেছে।

ওই ওয়ার্ডে পুরুষ ডায়েরিয়া আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসার পর অন্য হাসপাতালে পাঠানো হবে। হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন, ডায়েরিয়া রোগীদের টি এল জয়সোয়াল হাসপাতাল অথবা হাওড়া হাসপাতালে রেফার করা হবে। হাসপাতাল সূত্রে খবর, আইসোলেশন ওয়ার্ডের জন্য সাতটি বেড রাখা হয়েছে। মাস্ক রয়েছে তবে আরও নিয়ে আসা হচ্ছে। এছাড়া দু-তিন দিনের মধ্যে যাবতীয় যন্ত্রপাতি এসে যাবে। হাওড়া জেলা হাসপাতালেও এধরনের ওয়ার্ড তৈরি করা হয়েছে। স্বাস্থ্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া বিদেশ থেকে কেউ এলে তাদের পর্যবেক্ষণ রাখবে স্বাস্থ্যে দপ্তর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here