
আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ মার্চ: করোনা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার সকালে দলের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে বাস স্ট্যান্ড এলাকার দোকানদার সহ পথচলতি মানুষদের মধ্যে করোনা সচেতনতা মূলক একটি প্রচারপত্র বিলি করা হয়l সেইসঙ্গে প্রত্যেকের হাতে একটি করে সাবান তুলে দিয়ে হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আবেদন জানানো হয়।
এদিন বেলদা বাজারে এক হাজারেরও বেশি করোনা সচেতনতামূলক প্রচারপত্র পথচলতি মানুষদের মধ্যে বিলি করা হয়। করোনা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি বলে ভারতীয় জনতা পার্টির বেলদা মণ্ডল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।