
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত ঘুঘুমারি এলাকা থেকে একটি গাড়িতে করে নিয়ে যাবার সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতটি অটোমেটিক পিস্তল, ৮ টা দেশী পিস্তল, ১১০ রাউন্ড গুলি, ১৫ টা ম্যাগাজিন উদ্ধার হয়। এই ঘটনায় যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই দিনহাটা থানা এলাকার বাসিন্দা। অস্ত্রগুলি বিহার থেকে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার। কোথায় এই বিপুল পরিমান অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
এর আগে একই ভাবে দেওয়ানহাট থেকেও বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছিল কোতোয়ালি থানার পুলিশ। কাজেই পরপর অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে অস্ত্র-গুলি দিনহাটায় নিয়ে যাওয়া হচ্ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। সম্প্রতি কয়েক বছরে বারেবারে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা, বোমা গুলিতে আহত ও নিহত হয়েছে বেশকিছু রাজনৈতিক দলের কর্মী ও নেতা। এই পরিস্থিতিতে পরপর অস্ত্র উদ্ধার হওয়ায় ফের নতুন করে রাজনৈতিক উত্তেজনা হতে পারে বলে মনে করছেন অনেকেই।