
সাথী দাস, পুরুলিয়া, ২৮ জুলাই: পুরুলিয়া শহর ছাড়িয়ে এবার গ্রামাঞ্চলে সংক্রমণের হার বাড়ছে। পুরুলিয়া জেলায় কোভিড-১৯ সংক্রমণ বেড়ে দাঁড়াল ১৯৯। মঙ্গলবার জেলার বিভিন্ন ব্লকে ১৩ জন সংক্রমিত বলে জানায় জেলা প্রশাসন। এদিন অবশ্য পুরুলিয়া শহরে নতুন করে কোনও সংক্রমণ হয়নি।
একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকেই পুরুলিয়া শহরে আক্রান্তের সংখ্যা বাড়ছিল।
জেলায় কনটেইনমেন্ট জোন ৪৫টি রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিনের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী সব মিলিয়ে এখন পুরুলিয়ায় আক্রান্তের মধ্যে ৮২ জন সংক্রমিত রয়েছেন। আজ ২ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আজ পর্যন্ত জেলায় ১১৬ জন করোনা মুক্ত হয়ে গেছেন এবং এক জন মারা যান। এদিন ৪০৭ জনের নতুন করে লালারসের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়।
সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পুরুলিয়া শহর ও আদ্রায় সোমবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত টানা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। পুলিশ কড়া নজরদারি চালায় আজকেও। প্রশাসনের বিধি নিষেধ অমান্যকারীদের আটক করে পুলিশ।